• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
স্থানীয় সরকার বিভাগের 'ইনোভেশন শোকেসিং' কর্মশালা মঙ্গলবার

সংগৃহীত ছবি

জাতীয়

স্থানীয় সরকার বিভাগের 'ইনোভেশন শোকেসিং' কর্মশালা মঙ্গলবার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৯

স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর/সংস্থার উদ্ভাবনী উদ্যোগসমূহের ‘ইনোভেশন শোকেসিং’ আগামীকাল ২ জুলাই মঙ্গলবার নিব্যাপী রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

জনপ্রশাসনে উদ্ভাবন সংস্কৃতি বিকাশের মাধ্যমে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যপদ্ধতি সহজীকরণে উদ্ভাবন কার্যক্রমকে এগিয়ে নেয়ার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বিশেষ অতিথি এবং স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহম সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন। 

শোকেসিং-এ বিভিন্ন দপ্তর/সংস্থা পরস্পরের উদ্ভাবনী ও উত্তম চর্চা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করতে পারে যা উদ্ভাবন চর্চার বিকাশে এবং রেপ্লিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শোকেসিং কর্মশালায় পৃথক পৃথক স্টলে স্থানীয় সরকার বিভাগ, ১২টি সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ৪টি ওয়াসা, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এবং ৩টি পৌরসভার বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন উদ্ভাবনী উদ্যোগসমূহ এবং ভবিষ্যৎ উদ্ভাবন কর্মপরিকল্পনা প্রর্শন করা হবে। মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে স্টলসমূহ মূল্যায়ন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads