• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
কলাপাড়ায় ৩২টি ভারতীয় ট্রলারসহ ৫১৯ ভারতীয় জেলে উদ্ধার

কলাপাড়ায় পায়রা বন্দর কোষ্টগার্ডের হাতে আটক ভারতীয় ট্রলার

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

কলাপাড়ায় ৩২টি ভারতীয় ট্রলারসহ ৫১৯ ভারতীয় জেলে উদ্ধার

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ জুলাই ২০১৯

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর সংলগ্ন রামনাবাদ নদী থেকে ৩২টি ভারতীয় ট্রলারসহ ৫১৯ জন ভারতীয় জেলেকে উদ্ধার করেছে কোষ্টগার্ড।

আজ রোববার দুপুরে এ ট্রলারগুলো আটক করলেও কোষ্টগার্ড ও মৎস্যবিভাগ বলছে ভারতীয় জেলেদের আটক করা হয়নি, সাগরে মাছ শিকারে এসে ঝড়ের কবলে পড়ে তারা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোষ্টগার্ড তাদের আশ্রয় নিয়েছে। আশ্রয় নেয়া জেলেরা ভারতের ২৪ পরগনা এলাকার।

জানাযায়, গত শনিবার সাগরে ঝড়ের কবলে পড়ে ৩২টি ভারতীয় ট্রলার বাাঙলাদেশের জলসীমায় প্রবেশ করে গঙ্গামতি ও রামনাবাদ চ্যানেলের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। রোববার দুপুরে পায়রা বন্দর কোষ্টগার্ড সদস্যরা ৩২ টি ট্রলারের ৫১৯ জেলেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে। তবে কোষ্টগার্ড, মৎস্যবিভাগ ও প্রশাসন ট্রলার ও জেলেদের নাম সংগ্রহ করলেও তা জানাতে অপরাগত প্রকাশ করে। এমনকি কোন মিডিয়া কর্মীকে জেলেদের ছবি তুলতেও দেয়া হয়নি।

কোষ্টগার্ড পায়রা বন্দর সূত্র জানায়, ভারতীয় জেলেরা সাগরে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। বর্তমানে তারা নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, বাংলাদেশের জলসীমায় মাছ শিকার এখন ৬৫ দিনের অবরোধ চলছে। ভারতীয় জেলেরা হয়তো ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোষ্টগার্ড তাদের উদ্ধার করে নিয়ে আসে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অনুপ দাস জানান, গতকাল বিকেলের দিকে ভারতীয় জেলেরা ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে নিরাপদ আশ্রয়ের জন্য। আজ দুপুর একটার দিকে ভারতীয় জেলেরা কোষ্টগার্ড ক্যাম্প সংলগ্ন নদী পথে যাওয়ার সময় কোষ্টগার্ড এই ভারতীয় জেলেদের ৩২ টি ট্রলার নিরাপদ আশ্রয়ে নেয়। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads