• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
 দ্বিতীয় দফা পরীক্ষাতেও দুধে মিলল অ্যান্টিবায়োটিক

প্রতীকী ছবি

জাতীয়

দ্বিতীয় দফা পরীক্ষাতেও দুধে মিলল অ্যান্টিবায়োটিক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৯

বিভিন্ন কোম্পানির দুধের নমুনা দ্বিতীয় দফায় পরীক্ষা করেও অ্যান্টিবায়োটিকের উপস্থিতির প্রমাণ পেয়েছেন বলে ফের দাবি করেছেন গবেষকরা।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক অধ্যাপক আ ব ম ফারুক জানান, বাজারে থাকা বিভিন্ন কোম্পানির দুধের নমুনা দ্বিতীয় দফা পরীক্ষায় ১০টি নমুনার ১০টিতেই অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সপ্তাহে প্রাণ, মিল্কভিটা, আড়ং, ইগলু ও ফার্ম ফ্রেশ কোম্পানির নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রথমবারের মতো এবারও আগের ৫টি কোম্পানির ৭টি পাস্তুরিত প্যাকেটজাত দুধের একই জায়গা থেকে সংগৃহীত নমুনা এবং একই জায়গা থেকে খোলা দুধের সংগৃহীত ৩টি নমুনা, অর্থাৎ সর্বমোট ১০টি নতুন নমুনায় অ্যান্টিবায়োটিকের উপস্থিতি একই নিয়মে একই উন্নত ল্যাবে পরীক্ষা করা হয়। এর ফলাফল আগের মতোই উদ্বেগজনক।

১০টি নমুনার মধ্যে তিনটিতে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে ৪টি, ৬টিতে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে ৩টি এবং ১টিতে এন্টিবায়োটিক পাওয়া গেছে ২টি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads