• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
হেপাটাইটিস ‘বি’ নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য

ছবি : সংগৃহীত

জাতীয়

হেপাটাইটিস ‘বি’ নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ জুলাই ২০১৯

বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরো তিনটি দেশ হেপাটাইটিস ‘বি’ নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) নির্ধারিত টার্গেট অর্জন করেছে। বাকি তিন দেশ হলো ভুটান, নেপাল ও থাইল্যান্ড। ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ‘হেপাটাইটিস বি’ সংক্রমণের হার শতকরা এক ভাগের কম হলে সেই দেশকে ‘হেপাটাইটিস বি’ নিয়ন্ত্রিত বলে ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভুটান, নেপাল ও থাইল্যান্ড প্রথম দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ টার্গেট অর্জন করল। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নয়াদিল্লি কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডক্টর পুনম ক্ষেত্রপাল বলেন, প্রতিটি শিশুকে জীবন রক্ষাকারী হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এসব দেশ এ সাফল্য অর্জন করেছে। এ সাফল্যের মাধ্যমে প্রমাণিত হয়, এসব দেশের সরকার তাদের জনগণের স্বাস্থ্যসেবার জন্য বদ্ধপরিকর এবং এ সফলতা অর্জনের জন্য তারা নিরলস প্রচেষ্টা চালিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ‘হেপাটাইটিস বি’ নিয়ন্ত্রণের বিশেষজ্ঞরা বাংলাদেশ, ভুটান, নেপাল ও থাইল্যান্ডের টিকাদান কর্মসূচি পর্যালোচনা করে দেখেছেন, এসব দেশে টিকা প্রদানের হার শতকরা ৯০ ভাগ। এ ছাড়া কয়েক বছর ধরে শিশুদের ‘হেপাটাইটিস বি’ টিকা দেওয়া হচ্ছে। এক জরিপে তারা দেখতে পেয়েছেন, এসব দেশে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে ‘হেপাটাইটিস বি’ সংক্রমণের হার শতকরা এক ভাগের চাইতেও কম। এ অঞ্চলের দেশগুলোয় শিশুর জন্মের এক বছরের মধ্যে সম্প্রসারিত জাতীয় কর্মসূচির মাধ্যমে ‘হেপাটাইটিস বি’ টিকা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে ‘হেপাটাইটিস বি’ মুক্ত করার টার্গেট নিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads