• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

জাতীয়

২৪ ঘণ্টায় ভর্তি ১০২৫

ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল বলা যাবে না -স্থানীয় সরকারমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ আগস্ট ২০১৯

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সফল, এ কথা বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাই সমন্বিতভাবে কাজ করছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। তবে আমরা সফল সে কথা বলা যাবে না। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় সরকারের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ সফল তখনই বলা যেত যদি ডেঙ্গুতে একজন মানুষও আক্রান্ত না হতো। একজন মানুষও যদি ক্ষতিগ্রস্ত না হতো। আমি তো সফল এ দাবি করব না কারণ আমিও মানুষ আর আমি মানুষের সেবা করার অঙ্গীকার নিয়েই দায়িত্ব নিয়েছি। তবে শত চেষ্টার পরও যদি সফল না হই তাহলে আমি কিভাবে দাবি করব ডেঙ্গু নিয়ন্ত্রণে আমি সফল।

সেমিনারে স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, রাজউক ভেঙে সিটি করপোরেশনের অধীনে দেওয়া দরকার। কারণ যেভাবে ব্যবসা করছে তাতে নগরায়ণের কোনো উন্নতি হবে না। সুতরাং সিটি করপোরেশনের অধীনে রাজউক চলে গেলে নগরায়ণের উন্নতি হবে। আমাদের সমন্বয়হীনতা বাড়ছে নগরের উন্নয়ন করতে হলে এই সমন্বয়হীনতা দূর করতে হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা হাজারে নেমে এসেছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৫ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ৪৬৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৪০ জন।

সূত্র জানায়, চলতি বছর অর্থাৎ ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৯ হাজার ৪৩৫ জন। তার মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৪ হাজার ৫৫৮ জন।

বর্তমানে দেশে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৬৯৭ জন। এর মধ্যে রাজধানী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬১০ জন ও অন্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৮৭ জন।

আর ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ৫০ হাজার ১৪৮ জনের ডেঙ্গুর চিকিৎসা নেওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে সরকারের খাতায়। সরকারি হিসাবে চলতি বছর এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১ হাজার ৮৮৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুলাই মাসে তা এক লাফে ১৬ হাজার ২৫৩ জনে পৌঁছায়। আর আগস্টে রোগীর সংখ্যা বেড়েছে জুলাইয়ের তিন গুণের বেশি।

গত এক মাসের মধ্যে ৭ আগস্ট সর্বোচ্চ ২ হাজার ৪২৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডেঙ্গু জ্বর নিয়ে। ২১ আগস্টের পর থেকে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। ডেঙ্গু জ্বরে চলতি বছরে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর সরকারের স্বাস্থ্য অধিদপ্তর তাদের ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়া শেষ করে নিশ্চিত করেছে। তবে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৯০ জনের মৃত্যুর তথ্য এসেছে গণমাধ্যমে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads