• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
এলএনজির দাম কমানোর প্রস্তাব বিবেচনার আশ্বাস কাতারের

সংগৃহীত ছবি

জাতীয়

এলএনজির দাম কমানোর প্রস্তাব বিবেচনার আশ্বাস কাতারের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ অক্টোবর ২০১৯

বাংলাদেশে এলএনজি সরবরাহের সমঝোতা স্মারকের মধ্যে আরো কিছু বিষয় সংযুক্ত করতে চায় কাতার। এর মধ্যে পায়রা ও মাতারবাড়িতে এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং টার্মিনালের বিষয়টিও উল্লেখ্যযোগ্য। বিপরীতে বাংলাদেশে এলএনজির দাম কমানোর যে অনুরোধ জানিয়েছে তা বিবেচনার আশ্বাস দিয়েছে কাতার।

গতকাল বুধবার সচিবালয়ে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ সারিদা আল কাবিরের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেন,দুই দেশের জ্বালানি খাত নিয়ে আলোচনা হয়েছে। কাতার এ দেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায়। পাশাপাশি তারা আমাদের দেশে যে গ্যাস সরবরাহ করবে তা আরো নিরবচ্ছিন্নভাবে করার বিষয়ে গুরুত্ব দিয়েছে।

তবে কাতারের সঙ্গে যে সমঝোতা চুক্তি আছে তারা সেটির সময় বাড়াতে চায়। দেশে দীর্ঘমেয়াদি বড় বিনিয়োগ করতে চায় কাতার। পায়রায় ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল এবং বিদ্যুৎকেন্দ্র স্থাপনে তারা আগ্রহী। মাতারবাড়িতে এলএনজি টার্মিনাল স্থাপনে দরপত্রেও অংশ নিয়েছে তারা। ১২টি কোম্পানি সেখানে আগ্রহ দেখিয়েছে।

বৈঠকে কাতারের ৮ সদেস্যের প্রতিনিধি ছিল। বাংলাদেশের পক্ষে পেট্রোবাংলার চেয়ারম্যান রুহুল আমিন, পরিচালক (প্ল্যানিং) আইয়ুব খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads