• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
নারায়ণগঞ্জের এসপি হারুনকে প্রত্যাহার

এসপি হারুন

সংগৃহীত ছবি

জাতীয়

নারায়ণগঞ্জের এসপি হারুনকে প্রত্যাহার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৯

আলোচিত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। পুলিশ প্রশাসনে পরিচিত এই কর্মকর্তাকে গত বছরের ডিসেম্বর মাসে নারায়ণগঞ্জে এসপি করা হয়।

এসপি হারুন অর রশীদ ২০১৪ সালের ২৪ আগস্ট গাজীপুর জেলার এসপি হিসেবে যোগ দেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দফায় ২০১৬ সালের ২১ এপ্রিল ইসির নির্দেশনা অনুযায়ী এসপি হারুনকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল।

নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছরের ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে পুনর্বহাল করে। হারুন আগে ঢাকা মহানগর পুলিশে ছিলেন। তখন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার ঘটনায় আলোচিত হয়েছিলেন তিনি।

সর্বশেষ একটি ব্যবসায়ী পরিবারের দুজন সদস্যকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এই কর্মকর্তার বিরুদ্ধে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads