• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

জাতীয়

বিশ্ব গণমাধ্যমে রায়ের খবর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ নভেম্বর ২০১৯

হলি আর্টিজানে হামলা মামলার রায়ে সাত আসমির মৃত্যুদণ্ডের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো। গতকাল বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান রায় ঘোষণা করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, ফরাসি বার্তা সংস্থা এএফপি, জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।

এর বাইরেও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট, দ্য গার্ডিয়ান, ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া, দ্য চায়না পোস্ট, স্ট্রেইট টাইমসসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের অনলাইন ভার্সনে গুরুত্বের সঙ্গে খবরটি প্রকাশ করা হয়েছে।

বিবিসির শিরোনাম করেছে, ২০১৬ সালের ক্যাফে হামলার ঘটনায় ইসলামি জঙ্গিদের মৃত্যুদণ্ড। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় বিচারাধীন ৮ জনের মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আইএসের পক্ষ থেকে ঘটনার দায় স্বীকার করা হলেও বাংলাদেশের দাবি, স্থানীয় একটি জঙ্গি সংগঠন ওই হামলা চালিয়েছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের শিরোনাম করেছে, বাংলাদেশ : ক্যাফে হামলার ঘটনায় ৭ ইসলামি জঙ্গির মৃত্যুদণ্ড। গতকাল নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবি (জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ) নামের এক জঙ্গি সংগঠনের ৭ সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারা ২০১৬ সালে ঢাকার একটি ক্যাফেতে হামলার সঙ্গে জড়িত ছিল। অভিযুক্ত ৮ জনের মধ্যে একজনকে খালাস পেয়েছে। তার বিরুদ্ধে হামলাটির পরিকল্পনা-অর্থায়ন ও বিস্ফোরক বানানোর অভিযোগ ছিল।

রয়টার্স শিরোনাম করেছে, ২০১৬ সালের ক্যাফে হামলার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ। তারা বলছেন, দক্ষিণ এশিয়ার দেশটির অন্যতম ভয়াবহ এ হামলায় বেশিরভাগ বিদেশিসহ অনেক মানুষ প্রাণ হারিয়েছিলেন। আদালতে এক আসামি ‘আল্লাহু আকবর’ বলার ঘটনাটিও তারা উল্লেখ করেছে প্রতিবেদনে।

২০১৬ সালের ক্যাফে হামলার ঘটনায় ইসলামি জঙ্গিদের মৃত্যুদণ্ড দিল বাংলাদেশ’ শিরোনামে প্রকাশিত এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ আদালতে রায় ঘোষণা করতে গিয়ে বিচারক মজিবুর রহমান বলেন, হামলাকারীরা আইএসের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল। জননিরাপত্তা বিঘ্নিত করে নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে একটি জিহাদি রাষ্ট্র নির্মাণে সচেষ্ট ছিলেন তারা। আদালত ফাঁসির মাধ্যমে ৭ আসামির মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন।

আল-জাজিরা বাংলাদেশের একজন নিরাপত্তা বিশ্লেষককে উদ্ধৃত করে এ রায়কে একটি মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশিদ আল-জাজিরাকে বলেছেন, রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ আইনগতভাবে তার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বহিঃপ্রকাশ ঘটাল।

সংবাদ সংস্থা এপি ক্যাফে হামলায় সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ শিরোনামে রায়ের খবর প্রকাশ করেছে। তারা বলছেন, বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল ২০১৬ সালের ঢাকায় বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সাত সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে।

আরেক ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানও ‘২০১৬ সালের ক্যাফে হামলায় বাংলাদেশে সাতজনের মৃত্যুদণ্ড শিরোনামে রায়ের খবর প্রকাশ করেছে। ডয়েচে ভেলেও, ‘বাংলাদেশ : ক্যাফেতে হামলার ঘটনায় সাত ইসলামি জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল এ রায় দেন।

ভারতের প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া রায়ের খবর প্রকাশ করেছে। ২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ শিরোনামে রায়ের খবর জানিয়ে তারা বলছেন, হামলার সঙ্গে জড়িত এসব ব্যক্তির বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হয়েছে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট শিরোনাম করেছে, ২১০৬ সালে ঢাকায় বিদেশিদের ওপর সন্ত্রাসী হামলা মামলার রায়ে সাতজন ইসলামী চরমপন্থির মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ। ইউএস নিউজ শিরোনাম করেছে, ২১০৬ সালের ক্যাফে হামলার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ। এ ছাড়া ভারতীয় প্রায় সব সংবাদমাধ্যম, মধ্যপ্রাচ্যভিত্তিক কিছু গণমাধ্যম ও সংবাদ পর্যবেক্ষণ সংস্থা, ইউরোপ, যুক্তরাষ্ট্রের পাকিস্তানসহ অসংখ্য সংবাদমাধ্যমে হলি আর্টিজান মামলার রায়ের খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads