• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
সারা দেশে আজ বই উৎসব

সংগৃহীত ছবি

জাতীয়

সারা দেশে আজ বই উৎসব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০২০

আজ বছরের প্রথম দিন। বছরের প্রথম দিনেই সারা দেশে ৪ কোটি ২০ লাখ শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে নতুন বই। এরই মধ্যে ৩৫ কোটি নতুন বই দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বই উৎসবের উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাঘর মাঠে বই বিতরণ উৎসের আয়োজন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এতে প্রধান অতিথি থাকবেন। উৎসবের অংশ হিসেবে এ দিন নতুন বইয়ের গন্ধ পাবে কোমলমতি শিশু কিশোররা।

এবার মোট ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার নতুন বই বিতরণ করা হবে বলে জানা গেছে। বর্তমান সরকার প্রথম মেয়াদে রাষ্ট্রপরিচালনায় এসে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করে। এনসিটিবির সহযোগিতায় টানা ১০ বছর ধরে এ কার্যক্রম পরিচালনা করে আসছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২০১৯ সালে এ আয়োজনের এক দশক পূর্ণ হয়েছে। গত ১০ বছরে ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। গত বছর পহেলা জানুয়ারিতে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থী নতুন বই পায়। 

প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ি স্তরের জন্য যথাযথ মান সংরক্ষণের মাধ্যমে এই বইগুলো মুদ্রণ করেছে সরকার। প্রতিবার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক পর্যায়ের বই উৎসব অনুষ্ঠিত হলেও এবার মাধ্যমিক পর্যায়ের বই উৎসব হবে সাভারের অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ে। তবে মূল উৎসবটি গত বছরের মতো এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উৎসব অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতিটি জেলাতেও পৃথকভাবে বই উৎসব পালন করা হবে।

প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বই পাবে। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ কোটি ৫৪ লাখ ২ হাজার ৩৭৫ এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই বিনামূল্যে বিতরণ করা হবে। এ বছর প্রাথমিক স্তরের ২ কোটি ২ লাখ ৮৪ হাজার ৫১ শিক্ষার্থীর মাঝে ৯ কোটি ৮৫ লাখ ৫ হাজার ৪৮০টি পাঠ্যবই এবং প্রাক-প্রাথমিক শ্রেণির ৩২ লাখ ৭১ হাজার ৫৭৮ জন শিক্ষার্থীর মাঝে ৩৩ লাখ ৩৭ হাজার ৬৩৮টি আমার বই ও ৩৩ লাখ ৩৭ হাজার ৬৩৮টি অনুশীলন খাতা বিতরণ করা হবে। এ ছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ২৮ হাজার ৭৩৫টি আমার বই ও ২৮ হাজার ৭৩৫টি অনুশীলন খাতা এবং ১ম শ্রেণির ৭৪ হাজার ৮৪৭টি, ২য় শ্রেণির ৭৩ হাজার ৬৩৫টি, ৩য় শ্রেণির ২৪ হাজার ১৫১টি পাঠ্যবই বিতরণ করা হবে। আপদকালে জরুরি প্রয়োজনে উপজেলা-থানা পর্যায়ে বাফার স্টকে ২ শতাংশ বই বরাদ্দ রাখা আছে।

মাধ্যমিক স্তরে ও মাদরাসার দাখিল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়েছে ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই। ইবতেদায়ি (মাদরাসার প্রাথমিক) স্তরের জন্য ছাপানো হয়েছে ২ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৩৫টি বই। এসএসসি ভোকেশনালের জন্য ১৬ লাখ ৩ হাজার ৪১১টি বই। এইচএসসি বিএম ভোকেশনালের জন্য ২৭ লাখ ৬ হাজার ২৮টি বই এবং দাখিল ভোকেশনালের জন্য ছাপানো হয়েছে এক লাখ ৬৭ হাজার ৯৬৫টি বই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads