• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
‌‌সবুজ ও আধুনিক টেকসই ঢাকা গড়ে তুলতে চাই: তাপস

সংগৃহীত ছবি

জাতীয়

‌‌সবুজ ও আধুনিক টেকসই ঢাকা গড়ে তুলতে চাই: তাপস

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০২০

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, আমরা সবাই মিলে একটি সবুজ ও আধুনিক টেকসই ঢাকা গড়ে তুলতে চাই।

আজ রোববার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

ফজলে নূর তাপস বলেন, ‘একটি পরিবর্তিত পরিস্হিতিতে সিটি নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, আমরা সকলে মিলে একটি সবুজ ও আধুনিক টেকসই ঢাকা গড়ে তুলতে চাই।আগামী ১০ জানুয়ারি থেকে আমাদের নির্বাচনী প্রচার প্রচারণার কার্যক্রম শুরু হবে।’

নাগরিকদের দোঁরগোড়ায় গিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads