• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
ছাত্রলীগের ইতিহাসই বাংলাদেশের ইতিহাস: শিল্পমন্ত্রী

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

ছাত্রলীগের ইতিহাসই বাংলাদেশের ইতিহাস: শিল্পমন্ত্রী

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০২০

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন,  বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন, ছাত্রলীগের ইতিহাসই বাংলাদেশের ইতিহাস। বাংলা, বাঙালি, স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ছাত্রলীগের ৭২ বছরের ইতিহাস জাতির মুক্তির স্বপ্ন, সাধনা এবং সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে সবার আগে ছাত্রলীগ নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা ছিল।

বৃহস্পতিবার রাতে মনোহরদী ও বেলাব উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্তমান ও সাবেক ছাত্র নেতাদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে করার লক্ষে ছাত্রলীগের সব নেতাকর্মী রাজপথে সাহসী ভূমিকা রেখেছে। ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর সোনার বাংলা গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখছে। বাংলাদেশ ছাত্রলীগের যে গৌরব , সংগ্রাম ও সফলতায় ইতিহাস রয়েছে তা যাতে খর্ব না হয় সেদিকে সজাগ থেকে দেশের মানুষের জন্য ছাত্রলীগকে কাজ করতে হবে।

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, বিডিজি মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, জেলা যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান শফিকুলসহ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতারা। পরে মনোঞ্জ সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা ও প্রতীক হাসান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads