• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
চীন ফেরত পাইলট-ক্রুদের ভিসা দিচ্ছে না অন্য দেশ

সংগৃহীত ছবি

জাতীয়

চীন ফেরত পাইলট-ক্রুদের ভিসা দিচ্ছে না অন্য দেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০২০

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, চীনের উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা বিমানের পাইলট ও কেবিন ক্রুদের অন্য কোনো দেশ ভিসা দিচ্ছে না। এ কারণে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে পারছেন না তারা।

আজ সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, চীনের হুবেই প্রদেশ থেকে আরো ১৭১ জন বাংলাদেশি দেশে ফিরে আসতে চাইছেন। কিন্তু বাংলাদেশ বিমানে তাদের আনতে সমস্যা হচ্ছে। কেননা, এর আগে ৩১৪ জন বাংলাদেশিকে আনতে যে ফ্লাইট গিয়েছিল, সেটির পরিচালনার সঙ্গে যুক্ত পাইলট ও ক্রুদের অন্য দেশে ঢুকতে দেয়া হচ্ছে না। এ কারণে নতুন করে যারা আসতে চাইছেন, তাদের চীনের কোনো এয়ারলাইনসের ভাড়া করা বিমানে আনার কথা ভাবা হচ্ছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, পরিষ্কার সিদ্ধান্ত নেয়া হয়েছে বাংলাদেশের যেসব প্রকল্পে উহানের শ্রমিক আছে, এর মধ্যে যারা উহানে ফেরত গেছেন, তাদের আর আসতে দেয়া হবে না। তাদের ওয়ার্ক পারমিট আর নবায়ন করা হবে না।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, দেশে যাতে কোনোভাবেই করোনাভাইরাস ঢুকতে না পারে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে বিমান মন্ত্রণালয়ের সচিব মহিবুল এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর এম আবদুল্লাহও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads