• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধ জাদুঘর করা হচ্ছে’

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধ জাদুঘর করা হচ্ছে’

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০২০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর হুকুমে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছেন। মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে পরবর্তী প্রজন্মকে জানাতে করা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

আজ বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের সাকাশ্বর এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ ছাড়াও কালিয়াকৈর উপজেলার মুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনসহ দিনব্যাপী কয়েকটি স্কুল ভবনের উদ্বোধন, সড়ক সংস্কারসহ ১২টি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করেন মন্ত্রী ।

এ সময়  উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরাদ কবীর, উপজেলা প্রকৌশলী সাজ্জাদ কবীর,পৈৗর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়,সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,মোশারফ মেম্বার  ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads