• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

জাতীয়

রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনে ইইউ'র সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ ফেব্রুয়ারি ২০২০

রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিতে ইতালিসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর অব্যাহত সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার রাতে ইতালীর প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তের সাথে বৈঠক শেষে ৯ দফা যৌথ বিবৃতিতে শেখ হাসিনা একথা বলেন।

বিবৃতিতে আরো বলা হয়, দু'পক্ষই রোহিঙ্গা সমস্যার বিষয়ে গত ২৩ জানুয়ারি আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানায়।এতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন। বৈঠকে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন।

ইতালীয় প্রধানমন্ত্রী ভবিষ্যতে বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেন। ইতালির প্রধানমন্ত্রী কন্তে বলেন, আগামী দিনে ইউএনএইচসিআরের মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গাদের ১০ লাখ ইউরো অর্থ সহায়তা দেবে তার দেশ। দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির কথাও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads