• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
পাঁচ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারছেন না খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ফাইল ছবি

জাতীয়

পাঁচ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারছেন না খালেদা জিয়া

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি ২০২০

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পাঁচ মিনিটও দাঁড়াতে পারছেন না। উন্নত চিকিৎসার্থে তার মুক্তির জন্য সরকারের প্রতি মানবিক আবেদন জানিয়েছেন খালেদা জিয়ার স্বজনরা। গতকাল বিকালে বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে তার সেজো বোন সেলিমা ইসলাম এ আবেদন জানান। তিনি বলেন, আজকে তার (খালেদা জিয়া) শরীর খুবই খারাপ। সে শ্বাসকষ্টে ভুগছে। একদম কথাই বলতে পারছে না। সরকারকে বলছি, এটা বিবেচনা করেন। উনার এই শারীরিক অবস্থা, শ্বাসকষ্ট, উনার বয়স তাদের (সরকার) বিবেচনা করা উচিত। মানবিক দিকটা

 বিবেচনা করে তাকে মুক্তি বা জামিন দেওয়া উচিত। সরকারের কাছে আমরা এটাই আবেদন করছি যে, তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।

খালেদা জিয়ার অবস্থা তুলে ধরে তার সেজো বোন বলেন, সে (খালেদা জিয়া) পাঁচ মিনিটও দাঁড়াতে পারছে না। তার বাথরুম থেকে বেডের দূরত্ব খুব সামান্য। সেখান যেতেও তার ২০ মিনিট সময় লাগে। তার বাঁ হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে, এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। খেতে পারছে না, খেলেই বমি হয়ে যাচ্ছে। জ্বর আছে গায়ে, শরীরে প্রচণ্ড ব্যথা। গায়ে হাত দিলেই চিৎকার দিয়ে ওঠে। এমতাবস্থায় ওনার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন। ওনার শরীর এত খারাপ এই মুহূর্তে যদি উনার উন্নত চিকিৎসা না দেওয়া যায়, তাহলে ওনার কী হবে— এটা আমরা বলতে পারছি না।

এই আবেগজড়িত কণ্ঠে সেলিমা ইসলাম বলেন, আমাদের আবেদন তাকে মুক্তি দেওয়া হোক। অন্তত উন্নত চিকিৎসাটুকু করতে পারি যেন— এটাই আমাদের একমাত্র আবেদন।

পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন সরকারের কাছে করা হয়েছে কি না— প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এখনো আবেদন কারো কাছে করিনি। কিন্তু আমরা জাতির কাছে, দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার মুক্তি যেন হয় সেই চেষ্টা আপনারাই করেন।

সাংবাদিকরা প্রশ্ন করেন, বিএসএমএমইউর ভাইস চ্যান্সলরের কাছে পরিবারের পক্ষ থেকে আপনার ভাই একটি আবেদন দিয়েছেন। এই আবেদনটা কী নিয়ে জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, এটা খালেদা জিয়ার মুক্তি, নিঃশর্ত মুক্তি। ওনাকে তো মিথ্যা একটা মামলায় সাজা দেওয়া হয়েছে। আজকে দুই বছর ধরে সে অন্তরীণ। তার শারীরিক অবস্থা, সে যে অবস্থায় এসছিল এখন তো সেই অবস্থায় নেই। সে আগে হেঁটে চলে বেড়াত। এখন তো সে ৫ মিনিটও দাঁড়াতে পারে না। এখানে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন তাতে কোনো উন্নতি হচ্ছে না। সে জন্য তার উন্নত চিকিৎসা প্রয়োজন। খালেদা জিয়ার ডায়াবেটিক কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না বলেও জানান তিনি।

গত বিকাল সাড়ে ৩টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তার পাঁচ স্বজন। এরা হলেন বোন সেলিমা ইসলাম, ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা, তার ছেলে অভিক এস্কান্দার, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহিনা জামান খান বিন্দু ও আরাফাত রহমান কোকোর শ্বাশুড়ি মূকরেমা রেজা (ফাতিমা রেজা)। এক ঘণ্টা সাক্ষাৎ শেষে তারা বেরিয়ে আসেন।

গত বছরের ১ এপ্রিল থেকে বিএসএমএসইউর কেবিন ব্লকে চিকিৎসীন আছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads