• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
‘করোনা ভাইরাসের কারণে অতিথিরা সফর বাতিল করেননি’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

সংগৃহীত ছবি

জাতীয়

‘করোনা ভাইরাসের কারণে অতিথিরা সফর বাতিল করেননি’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ মার্চ ২০২০

করোনা ভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এখন পর্যন্ত অতিথিদের কেউই সফর বাতিল করেননি।

আজ শনিবার (৭ মার্চ) সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, মুজিববর্ষে শুধু একজন অতিথি অন্য কারণে আসতে পারবেন না বলে জানিয়েছেন। এছাড়া মুজিববর্ষের বিদেশি অতিথিরা কেউ সফর বাতিল করেননি। করোনা ভাইরাসের বিষয়ে আমরা খুব সতর্কতা মেনে চলছি। এ বিষয়ে আমরা অত্যন্ত সজাগ। আমার ধারণা, আমন্ত্রিত সব অতিথিই আসবেন।

এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগ নেতা সিলেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন, জি পি অ্যাডভোকেট রাজ উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, এফতেখার হোসেন পিয়ার প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads