• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
আক্রান্ত তিন করোনা রোগী শঙ্কামুক্ত : আইইডিসিআর

সংগৃহীত ছবি

জাতীয়

আক্রান্ত তিন করোনা রোগী শঙ্কামুক্ত : আইইডিসিআর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ মার্চ ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ৩ বাংলাদেশি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে দেশে এখন পর্যন্ত মোট ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে তাদের কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তাই এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিনজনই। এছাড়া চার জন আছেন কোয়ারেন্টাইনে। আইসোলেশনে আছেন ৮ জন।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ডা: ফ্লোরা  বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেছেন ২৮ হাজার মানুষ। দেশে করোনা জীবানু ছড়ানো বন্ধ করতে হোম কোয়ারেন্টাইনের বিকল্প নেই। কোয়ারেন্টাইনে থাকাকালীন রোগের উপসর্গ দেখা দিলে আইইডিসিআরের হটলাইন ফোন দিতে অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, বিদেশ থেকে কেউ এলে খুব দরকার না হলে বাইরে বের হওয়া যাবে না। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads