• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
করোনায় আক্রান্ত পুরোপুরি সুস্থ ৩ জনই হাসপাতাল ছেড়েছেন : আইইডিসিআর

সংগৃহীত ছবি

জাতীয়

করোনায় আক্রান্ত পুরোপুরি সুস্থ ৩ জনই হাসপাতাল ছেড়েছেন : আইইডিসিআর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম তিনজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনজনই পুরোপুরি সুস্থ আছেন।

আজ রোববার রাজধানীর মহাখালীতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে নতুন করে দু্ইজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্ত দুজন রোগী ইউরোপ থেকে এসেছেন।

তিনি আরও বলেন, আমরা এ পর্যন্ত ২৩১ জন রোগীর নমুনা পরীক্ষা করেছি। গত ২৪ ঘণ্টায় ২০জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পাঁচজনের শরীরে করোনভাইরাসের অস্তিত্ব শনাক্ত করেছি।

বাংলাদেশসহ বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস থেকে সৃষ্ট প্রাণঘাতী ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে রোববার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫হাজার ৮৩৯জনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads