• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
ভবিষ্যতে পেঁয়াজ রফতানি করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাতীয়

ভবিষ্যতে পেঁয়াজ রপ্তানি করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২০

কৃষি সমৃদ্ধ বাংলাদেশ ভবিষ্যতে পেঁয়াজ রপ্তানি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২০ উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও হটলাইন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজ রপ্তানি করতে চাই। আমরা সে লক্ষ্যে আমাদের কৃষকদের সন্তুষ্ট রাখব’।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের কৃষকদেরকে আগে স্যাটিসফাই (সন্তুষ্ট) করতে হবে। না হলে আমরা কোনোদিন পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হব না।’

তিনি বলেন, ‘আমরা প্রতিদিন শুধু আমাদের মার্কেটই নয়, ভারতের মার্কেটের দিকেও নজর রাখছি। এই মুহূর্তে ভারতের নাসিকের বাজারেও খুচরা পেঁয়াজের দাম প্রতি কেজি ৩২ থেকে ৩৩ রুপি। আমাদের দেশেও কিন্তু ৪০ থেকে ৪৫ টাকায় চলে এসেছে।’

মন্ত্রী বলেন, ‘আমরা পেঁয়াজের বিষয়ে খুবই সিরিয়াস। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন, তিন বছরের মধ্যে আমরা পেঁয়াজ রপ্তানি করতে চাই। তাই আমরা সে লক্ষ্যে আমাদের কৃষকদের সন্তুষ্ট রাখব।’

গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এতে করে দেশের বাজারে পেঁয়াজের দাম আকাশচুম্বী হয়। প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকায় পৌঁছে। এক পর্যায়ে পেঁয়াজের চাহিদা মেটাতে বিমানে করে মিশর, পাকিস্তানসহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করে সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক বাবুল কুমার সাহা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads