• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
প্রাথমিক বিদ্যালয়ে স্থগিত মুজিববর্ষের সকল অনুষ্ঠান

ছবি : সংগৃহীত

জাতীয়

প্রাথমিক বিদ্যালয়ে স্থগিত মুজিববর্ষের সকল অনুষ্ঠান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২০

প্রাথমিক বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে ব্রিফ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, তাই এ সিদ্ধান্ত। কিন্তু শিক্ষার্থীরা যদি ঘরের বাইরে যায়, তাহলে এ সিদ্ধান্ত কাজে আসবে না। তাই তাদের ঘরের মধ্যে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। গ্রীষ্মের ছুটি, রোজার ছুটির সঙ্গে প্রয়োজনে এ ছুটিকে সমন্বয় করা হবে। তখন ছুটি কমে আসতে পারে।

এদিকে করোনাভাইরাসের কারণে আগামী ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি বৈঠক শেষে উপাচার্য মো. আখতারুজ্জামান এ ঘোষণা দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads