• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
কোয়ারেন্টিন সম্পূর্ণ করে  চীন থেকে বাংলাদেশে এসেছেন ৪৪জন।

সংগৃহীত ছবি

জাতীয়

কোয়ারেন্টিন সম্পূর্ণ করে চীন থেকে বাংলাদেশে এসেছেন ৪৪জন।

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২০

কোয়ারেন্টিনের মেয়াদপূর্ণ করার সনদ নিয়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র চীন থেকে ইউএস বাংলার ফ্লাইটে করে বাংলাদেশে এসেছেন ৪৪জন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বজুরে ছড়িয়ে পড়া ভাইরাসটির প্রাদুর্ভাবের মধ্যে আন্তর্জাতিক রুটে যাত্রী চলাচল কমে যাওয়ার মধ্যে আজ সোমবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট তাদের নিয়ে আসে।

বিমানবন্দরের পরিচালক এএইচ এম তৌহিদ উল আহসান এক সংবাদ সম্মেলনে বলেন, চীন থেকে আসা ৪৪জনের মধ্যে ১০জন বাংলাদেশি, বাকিরা চীনা নাগরিক। এরা সবাই চায়না থেকে হোম কোয়ারেন্টিন করে এসেছে মর্মে সনদপত্র নিয়ে এসেছে। এখনও তারা হোম কোয়ারেন্টিনে থাকবেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে প্রতিশ্রুতি দিয়ে গেছেন।

অপরদিকে আজ দুপুর থেকেই যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই নিষেধাজ্ঞা ৩১মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads