• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
সাংবাদিক আরিফকে নির্যাতন, কুড়িগ্রামের ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার

সাংবাদিক আরিফ

ফাইল ছবি

জাতীয়

সাংবাদিক আরিফকে নির্যাতন, কুড়িগ্রামের ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২০

সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে গ্রেপ্তারের পর ভ্রাম্যমান আদালতে সাজা দেয়ার ঘটনায় অভিযুক্ত ৩ সহকারি কমিশনারকে কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজুর রহমান ৩ জনকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহারকৃতরা হচ্ছেন- মো: নাজিম উদ্দিন, রিন্টু বিকাশ চাকমা ও এসএম রাহাতুল ইসলাম।

কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত এ তিনজন সহকারি কমিশনারকে পরবর্তী পদায়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব নাজিম উদ্দিনের নেতৃত্বে এই ৩ সহকারি কমিশনার শুক্রবার মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামকে জোর করে ধরে এনে নির্যাতন করে মাদকদ্রব্য রাখার মিথ্যে অভিযোগে এক বছরের সাজা দিয়ে জেলে পাঠান। পরে গতকাল রোববার আরিফ জামিনে মুক্ত হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads