• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
শাহজালাল বিমানবন্দর থেকে ২ বিদেশিকে পুশব্যাক

সংগৃহীত ছবি

জাতীয়

শাহজালাল বিমানবন্দর থেকে ২ বিদেশিকে পুশব্যাক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২০

কাতার এয়ারওয়েজে গতকাল সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা দুই বিদেশিকে পুশব্যাক করেছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল দুপুর ১২টা থেকে ইউরোপের ফ্লাইট বন্ধ করে দেয়ার পর জানানো হয়েছিল ইউরোপ থেকে কেউ দেশে আসলে তাকে পুশব্যাক করা হবে।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মো. মফিদুর রহমান জানিয়েছিলেন, ব্রিটিশ ও লন্ডন ছাড়া অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে কোনো যাত্রী আসবে না। প্রত্যেক এয়ারলাইন্সকে বলে দেয়া হয়েছে, আর কোনো দেশ থেকে যেন তারা কোনো যাত্রী না নেয়। তারপরও কোনো এয়ারলাইন্স যদি কাউকে নিয়ে আসে। আমার এখানে ল্যান্ড করার অনুমতি দেব না।

বিশ্বজুরে প্রাণঘাতি করোনা ভাইরাসের আতঙ্কে অনেক দেশেই লকডাউন শুরু হয়েছে। বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন দেশের ফ্লাইট। মহামারি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারাবিশ্বে এখন পর্যন্ত ৭হাজার ১১৬ জনের মৃত্যু হয়েছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads