• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
দেশে জরুরি অবস্থা জারির আবেদন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে

সংগৃহীত ছবি

জাতীয়

দেশে জরুরি অবস্থা জারির আবেদন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ মার্চ ২০২০

বিশ্বজুরে প্রানঘাতি করোনা ভাইরাসের এমন ভয়াবহ পরিস্থিতিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশে জরুরি অবস্থা জারির অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।

আজ বৃহস্পতিবার দুপুরে আইনজীবী শিশির মুনীর, আসাদ উদ্দিন ও জোবায়দুর রহমান এ আবেদন করলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় এ আবেদনপত্র গ্রহণ করে।

বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এরমধ্যে ৮ হাজার ৯৭০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৯ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন একজন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads