• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯
দেশে আরও ৩ করোনা রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ২০

প্রতীকী ছবি

জাতীয়

দেশে আরও ৩ করোনা রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ২০

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ মার্চ ২০২০

দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত আরও তিন রোগী শনাক্ত করা হয়েছে; এর মধ্যদিয়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছ ২০ জনে। নতুন আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।

আজ শুক্রবার মহাখালীতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ে জানানো হয়, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী, তার বয়স ৩০ এর ঘরে। দুজন পুরুষের মধ্যে একজনের বয়স ৩০ এর ঘরে, অন্যজনের ৭০ এর বেশি।   

নাসিমা সুলতানা বলেন, সত্তরোর্ধ্ব ওই ব্যক্তি ‘ক্রিটিক্যাল কনডিশনে’ আছেন। তার ‘কোমরবিডিটি’ (অন্যান্য স্বাস্থ্য জটিলতা) আছে এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে। 

তিনি বলেন, ত্রিশোর্ধ্ব পুরুষ রোগী ইতালি থেকে এসেছেন। আর বাকি দুজন সংক্রমিত হয়েছেন অন্যদের মাধ্যমে। তাদের মধ্যে ওই নারী ইতালিফেরত একজনের সংস্পর্শে এসেছিলেন।  

গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সেসময় তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। এরপর ১৪ মার্চ শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও দুজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads