• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
করোনায় আক্রান্ত এভারেস্টজয়ী ওয়াসফিয়া

ছবি : সংগৃহীত

জাতীয়

করোনায় আক্রান্ত এভারেস্টজয়ী ওয়াসফিয়া নাজরীন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ মার্চ ২০২০

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টজয়ী দ্বিতীয় বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।

শনিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

ফেসবুকে স্ট্যাটাসে ওয়াসফিয়া লিখেছেন, ‘হ্যাঁ, আমি কোভিড-১৯ এর সাথে লড়াই করছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যে যুদ্ধ করছি তার কিছুটা সকলের সাথে ভাগ করে নেয়ার জন্য বন্ধুর সহায়তায় এ পোস্ট করছি।’

ওয়াসফিয়া নাজরীন আরও লিখেন, ‘আশা করছি, ভুল ধারণা ও ভুল তথ্য যা বিশ্ব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তা ভেঙে যাবে। আমি আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। দেশের জনগণকে আঘাত করছে এ করোনা। মহামারী রোগটি দীর্ঘ হতে চলেছে ও আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার।’

সকলের উদ্দেশ্যে ওয়াসফিয়া লিখেন, ‘প্রথম নিজেকে শান্ত রেখে যা কিছু করার করুন। সব কিছু আমাদের মন থেকে তৈরি হয়। আমাদের ব্যক্তিগত ও সকলের মন স্থিতিশীল রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতঙ্কিত সমস্ত ধরনের ভুল ও উদ্বেগের সংবাদ মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। দয়া করে ভেরিফাই নিউজগুলো পড়ুন।’

উল্লেখ্য, ওয়াসফিয়া এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০১২ সালের ২৬ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় (সেভেন সামিট) করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads