• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
করোনা রোধে লকডাউন গাইবান্ধার সাদুল্লাপুর

ছবি : সংগৃহীত

জাতীয়

করোনা রোধে লকডাউন গাইবান্ধার সাদুল্লাপুর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ মার্চ ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

রোববার (২২ মার্চ) বিকেলে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বিয়ের অনুষ্ঠানে অংশ নেন দুই যুক্তরাষ্ট্রপ্রবাসী। প্রথমে বিষয়টি কেউ না জানলেও পরে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এরপরই পুরো উপজেলা লকডাউন ঘোষণা করে প্রশাসন।

সাদুল্যাপুর উপজেলার ইউএনও মোহাম্মদ নবী নেওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৯নং বনগ্রাম ইউনিয়নের হাবিবুল্লাপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন করোনায় আক্রান্ত দুই যুক্তরাষ্ট্রপ্রবাসী। রোববার (২২ মার্চ) তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কিন্তু বিয়ে অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলার পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনায় পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হলো। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।

এর আগে রোববার (২২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে নতুন করে আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দুজন রয়েছেন। এরপরই বিকেল থেকে সাদুল্যাপুর উপজেলা লকডাউন করা হয়।

ইউএনও মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, রোববার (২২ মার্চ) বিকেলে ঢাকা থেকে আমাদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads