• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
রমজান মাসকে সামনে রেখে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু টিসিবির

সংগৃহীত ছবি

জাতীয়

রমজান মাসকে সামনে রেখে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু টিসিবির

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

রমজান মাস উপলক্ষে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন অঞ্চলে এ বিক্রয় কার্যক্রম শুরু হয়। শুক্রবার ছাড়া আগামী ২০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্য বিক্রি কার্যক্রম চলবে।

টিসিবির জানায়, ঢাকা মহানগরীতে ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ১৬টি, অন্য ৬টি বিভাগীয় শহরে প্রতিটিতে ১০টি করে ৬০টি এবং অবশিষ্ট ৫৬টি জেলা শহরে প্রতিটিতে চারটি করে ২২৪টি মোট ৩৫০ জন ডিলারের নিজস্ব ভ্রাম্যমান ট্রাকে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও জানা যায়, একজন ভোক্তা ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ চার কেজি চিনি, ৮০ টাকা প্রতি লিটার দরে সর্বোচ্চ পাঁচ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল কিনতে পারবে।

টিসিবির তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ঢাকায় ৫০টি পয়েন্টে পণ্য বিক্রির কথা থাকলেও ৬০ থেকে ৬২টি পয়েন্টে পণ্য বিক্রি করা হচ্ছে। পর্যাপ্ত পণ্য মজুদ আছে। আগামী ১০ এপ্রিলের পর থেকে ছোলা ও খেজুর বিক্রি করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads