• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
করোনাকালে সরকারি চাকুরেদের মৃত্যুতে ক্ষতিপূরণ সর্বোচ্চ ৫০ লাখ

সংগৃহীত ছবি

জাতীয়

করোনাকালে সরকারি চাকুরেদের মৃত্যুতে ক্ষতিপূরণ সর্বোচ্চ ৫০ লাখ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০২০

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা করোনাভাইরাসে আক্রান্ত হলে বা এতে মৃত্যুবরণ করলে ক্ষতিপূরণ দেবে সরকার।

চিকিৎসাকর্মীদের সম্মানী-বীমার জন্য ৮৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য পুরস্কার, মাঠে থাকা সবার জন্য বীমার ঘোষণা প্রধানমন্ত্রীর

আক্রান্ত হলে পদমর্যাদা ভেদে সর্বনিম্ন ৫ থেকে ১০ লাখ টাকা এবং মারা গেলে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে ক্ষতিপূরণের এই ঘোষণা দেওয়া হয়।

পরিপত্রে ক্ষতিপূরণের বিষয়ে বলা হয়, বেতন স্কেল অনুযায়ী ১৫-২০তম গ্রেডের কেউ আক্রান্ত হলে তিনি ক্ষতিপূরণ পাবেন ৫ লাখ টাকা, আর মারা গেলে পাবেন ২৫ লাখ টাকা। ১০-১৪তম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ৭ লাখ ৫০ হাজার টাকা আর মারা গেলে পাবেন ৩৭ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া প্রথম-নবম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ১০ লাখ টাকা এবং মারা গেলে পাবেন ৫০ লাখ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads