• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
মুন্সীগঞ্জে প্রথম আক্রান্ত ৭০ বছরের বৃদ্ধার করোনা জয়

প্রতীকী ছবি

জাতীয়

মুন্সীগঞ্জে প্রথম আক্রান্ত ৭০ বছরের বৃদ্ধার করোনা জয়

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০২০

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার আবিরপাড়া গ্রামের প্রথম আক্রান্ত ৭০ বছরের এক বৃদ্ধা জয় করেছেন করোনা। আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে থাকা ওই বৃদ্ধা এখন পুরোপুরি করোনা মুক্ত।

জেলার সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছিল তাকে। পরে ১৫ দিনের মাথায় শনিবার বেলা ১১ টার দিকে তার করোনা মুক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান।

তবে ওই বৃদ্ধার ছেলে ও পুত্রবধু এখনও করোনা মুক্ত হননি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

তিনি জানান, গেল ৭ এপ্রিল উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের ওই বৃদ্ধার নমুনা সংগ্রহ করা হলে ১০ এপ্রিল তার করোনা শনাক্ত হয়। এরই মধ্য দিয়ে উপজেলায় প্রথম করোনা আক্রান্ত হিসেবে বৃদ্ধাকে পাওয়া যায়। এরপরই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে নেওয়া হয়। বৃদ্ধার আক্রান্ত হওয়ার ৪ দিন পর তার ছেলে ও পুত্রবধুর করোনা শনাক্ত হয়। এতে বৃদ্ধার ছেলে ও পুত্রবধুকে আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, করোনা আক্রান্ত বৃদ্ধাকে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসায় থাকায় ওই বৃদ্ধা শারিরিক সুস্থ্যতা অনুভব করলে দুই দফায় তার নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। শুক্রবার রাতে ঢাকার আইইডিসিআর থেকে ওই বৃদ্ধা করোনা মুক্ত বলে জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads