• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২২

ফাইল ছবি

জাতীয়

চাঁদপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২২

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ মে ২০২০

চাঁদপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্যাহ।

আজ সোমবার সকালে তিনি এ কথা জানান। এ নিয়ে চাঁদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়ছে ২২ জনে।

সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্যাহ জানান, আজ সোমবার চাঁদপুরের মোট ৭ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩ জনের রিপোর্ট করোনায় পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ২জন পুরুষ একজন নারী। এর মধ্যে চাঁদপুর পুরান বাজারের  ও চাঁদপুর নতুন বাজারের ২জন পুরুষ। যাদের বয়স ২২ বছর এবং একই উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের একজন মেয়ে তার বয়স ২০ বছর।নেগেটিভ রিপোর্ট ৪ জনের মধ্যে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন ও আরেকজন থানার স্টাফ রয়েছে।

এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। এর মধ্যে মারা গেছেন ৩ জন। আক্রান্ত অন্য ১৭ জনের মধ্যে ১০ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরো ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র আরো জানায়, করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন ৯ জনের মধ্যে ২ জন হাজীগঞ্জে নিজ নিজ বাসায়, ৩ জন সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রয়েছেন। 

এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এবং বিভিন্ন দেশে চাঁদপুরের আরো অনেকে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের হিসেব চাঁদপুর সিভিল সার্জন অফিসে নেই। চাঁদপুর স্বাস্থ্য বিভাগের মাধ্যমে যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে কিংবা চাঁদপুরের স্বাস্থ্য কেন্দ্রে আক্রান্ত যারা চিকিৎসা নিচ্ছেন শুধুমাত্র তাদের তথ্যের ভিত্তিতে চাঁদপুর জেলার করোনার পরিসংখ্যান জানাচ্ছে সিভিল সার্জন অফিস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads