• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
বেশি করোনা ঝুঁকিতে প্রতিবন্ধিরাও

সংগৃহীত ছবি

জাতীয়

বেশি করোনা ঝুঁকিতে প্রতিবন্ধিরাও

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ মে ২০২০

মহামারি করোনার মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জীবনের ঝুঁকি নিয়ে মানবিক সহায়তার খোঁজে বাধ্য হয়েই ঘর থেকে বের হচ্ছেন প্রতিবন্ধিরা।

লেখা- পড়া, চলাফেরা তথা জীবন চলার পথে সব কিছুতে তার ধরার দরকার পরে। অন্যের সহায়তার প্রয়োজন হয়। কিন্তু কোভিড-১৯ সংক্রমণ রুখতে মানুষে মানুষে সেই স্পর্শই এখন মানা বিশ্বজুড়ে। তাই চোখের আলো না থাকা মানুষের জীবন এখন অন্য যেকোন সময়ের থেকে বেশি স্পর্শকাতর ও প্রতিবন্ধকতার।

কোভিড-১৯ মহামারির এই সময়ে স্বাভাবিক মানুষেরই টিকে থাকা কষ্টকর হয়ে ওঠেছে। এ অবস্থায় প্রতিবন্ধিরা পড়েছেন আরো বেশি সংকটে। রাষ্ট্র ও সমাজের কাছ থেকে এখনও মেলেনি মৌলিক চাহিদা পুরণের নিশ্চয়তা।

দেশজুড়ে সাধারণ ছুটিতে অনেকটাই স্থবির জনজীবন। কিন্তু সমাজের অনেক প্রতিবন্ধি মানুষের কাছে এখনও পৌঁছায়নি সরকারি সহায়তা। তাই জীবনের ঝুঁকি নিয়ে সামান্য মানবিক সহায়তার খোঁজে বাধ্য হয়েই ঘর থেকে বের হচ্ছেন অনেকে। যাচ্ছেন পরিচিত জন-স্বজনদের কাছে।

প্রতিবন্ধি ভাতার ৭০০ টাকা দিয়েই যেন দায় মুক্ত সমাবেসেবা অধিদপ্তর। সংগঠকরা বলছেন, এই ভাতা পাওয়ার বাইরে রয়ে গেছেন অনেক প্রতিবন্ধি ব্যক্তি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads