• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
সুন্নী নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা জিডির নিন্দায় আহলে সুন্নাত নেতারা

ফাইল ছবি

জাতীয়

সুন্নী নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা জিডির নিন্দায় আহলে সুন্নাত নেতারা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ মে ২০২০

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুফতি আবদুল কাইয়ুম হোসাইনিসহ দেশের কয়েকজন আলেম ও সুন্নী নেতা-কর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা জিডির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমীসহ শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিমের স্বাক্ষরিত বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, সুন্নি আলেম-ওলামা ও  বিভিন্ন নেতা কর্মীর নামে যে মিথ্যা জিডি করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। ওই জিডির মাধ্যমে হয়রানী করার উদ্দেশ্যে হলেও স্বীকৃত ভণ্ড হায়াতীদের আদর্শিক পরাজয় ঘটেছে এবং  দেশ ও জাতির নিকট তাদের আসল কুৎসিত চেহারা উম্মোচিত হয়েছে।

বিবৃতিতে তারা আরো বলেন, যাদের নামে জিডি করা হয়েছে তারা সকলেই একটি আদর্শিক সংগঠনের শীর্ষ নেতা ও দায়িত্বশীল নেতা-কর্মী। সারা দেশে সঠিক আক্বিদা প্রচারে আপোষহীন বলিষ্ঠ বক্তা। তাদের আদর্শিক দালিলিক মোকাবিলায় পরাজিত হয়ে ভিন্ন পথ অবলম্বন করেছে যা দেশ ও জাতির নিকট ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে।

আহলে সুন্নাত নেতারা বলেন, চট্টগ্রাম ডবল মুড়িং থানায় যে মিথ্যা জিডি করা হয়েছে তা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করলে প্রশাসনের নিকটও দ্বি-প্রহরের ন্যায় তাদের আসল রূপ প্রকাশিত হবে। তারা হায়াতিদের আস্তানায় অভিযানের দাবীও জানান প্রশাসনের প্রতি। সাথে সাথে আদর্শিক মোকাবিলা, আইনী লড়াইসহ হয়রানির শিকার সকল নেতা-কর্মীর পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads