• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সব রেকর্ড ভাঙলো আজ

অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত ব্রিফিং

সংগৃহীত ছবি

জাতীয়

দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সব রেকর্ড ভাঙলো আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মে ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ১১৬২ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাড়াল ১৭ হাজার ৮২২ জনে।

আজ বুধবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় সব সংখ্যাই বেড়েছে। নমুনা পরীক্ষার ল্যাবের সংখ্যার পাশাপাশি নমুনা পরীক্ষার সংখ্যা, শনাক্তকৃত রোগী ও মৃতের সংখ্যা বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ১৯ জন।

গত ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হলেও তা মূলত প্রকাশ্যে আসে জানুয়ারিতে। ফেব্রুয়ারিতে চীনে যখন এটি ভয়াবহ রূপ নেয় তখন ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশে। সবাই প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া শুরু করে। অন্যান্য দেশের মতো বাংলাদেশও বিদেশ ফেরতদের ক্ষেত্রে স্ক্রিনিংসহ নানা পদক্ষেপ নেয়।

তবে এতকিছুর পরও ৮ মার্চ দেশে প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর ১৮ মার্চ দেশে প্রথম ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ক্রমেই বাড়তে থাকে এর প্রাদুর্ভাব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads