• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
২৪ ঘণ্টায় করোনা শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু আরও ১৪ জনের

ফাইল ছবি

জাতীয়

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু আরও ১৪ জনের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মে ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৮ জনে। আর এই সময়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন।  এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৮ জনে।

দেশে করোনায় একদিনে করোনা রোগীর সংখ্যার হিসাবে এটিই সর্বোচ্চ।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৮ হাজার ৫৭৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৮ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ভাইরাসে নতুন করে ১২৭৩ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২২ হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে। আরও ১৪ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৮ জনে।

তিনি বলেন, নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং একজন নারী। ঢাকা সিটিতে এবং চট্টগ্রামে পাঁচজন করে মৃত্যুবরণ করেছেন। ১৩ জন হাসপাতালে এবং একজন বাড়িতে মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, নতুন করে ২৫৬ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads