• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
নরসিংদীতে করোনা রোগীর সংখ্যা ৮০০ ছাড়াল, নতুন শনাক্ত ১১৯

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

নরসিংদীতে করোনা রোগীর সংখ্যা ৮০০ ছাড়াল, নতুন শনাক্ত ১১৯

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুন ২০২০

নরসিংদীতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮০৩ জন ।

সোমবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত রোববার করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে ১৯৬ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে সোমবার রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়। রোববার রাতে সেসব নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এতে নতুন আরও ৫৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা কোভিড হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া নূরে আলম (৩৮) এর রিপোর্ট পজেটিভ এসেছে। আর সোমবার করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে ১৭৬ জনের নমুনা সংগ্রহ করে পরেরদিন রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার সকালে সেসব নমুনা পরীক্ষার ফলাফলে নতুন আরও ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৪ ঘন্টায় ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬৮ জন, রায়পুরা উপজেলায় ১৫ জন, পলাশ উপজেলায় ৯ জন, শিবপুর উপজেলায় ১৭ জন, মনোহরদী উপজেলায় ৪ জন ও বেলাব  উপজেলায় ৬ জন রয়েছে।

আর সোমবার পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ৪ হাজার ৭০৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩০৩৫ জনের পরীক্ষার ফল পাওয়া গেছে। তাদের মধ্যে ৮০৩ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। জেলায় সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় ৫৫১ জন, রায়পুরাতে ৬০ জন, শিবপুরে ৬০ জন, বেলাবোতে ৫০ জন, পলাশে ৫৮ জন ও মনোহরদীতে ২৪ জন । এদের মধ্যে সুস্থ হয়েছে ২৫৯ জন,আক্রান্ত ৩৭ জন হাসপাতালে আইসোলেশনে আছেন, আর ৩৯৬ জন আইসোলেশনে আছেন বাড়িতে।

আর এখন পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ১১ জন, এরমধ্যে নরসিংদী সদরে ০৮ জন, পলাশে ০১ জন, রায়পুরায় ১ জন ও বেলাব উপজেলায় ০১ জন।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, জেলায় করোনা বিস্তার রোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ বিভাগ সমন্ময় করে কাজ করে যাচ্ছে। জেলার কোন কোন স্থানে করোনা রোগীর সংখ্যা বেশি তা চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যে সদর উপজেলায় মাধবদী ও পলাশে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে করোনা সংক্রামণ রোধে কাজ করা হচ্ছে । আর নতুন করে যারা উপসর্গ নিয়ে নমুনা দিচ্ছে তাদের রেজাল্ট না আসা পর্যন্ত বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads