• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
দেশে করোনায় আরো ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৩৫

ফাইল ছবি

জাতীয়

দেশে করোনায় আরো ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৩৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ জুন ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন। এ সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৭৩৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৬৫৭ জন।

এ নিয়ে দেশে মোট মারা গেছেন ৯৩০ জন।  আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮,৫০৪ জনে। 

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গেল ২৪ ঘণ্টায় দেশে মোট ১৩ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৪টি নমুনা। এই নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জন।

তিনি বলেন, এই সময়ের মধ্যে মারা গেছেন ৪২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৬৫৭ জন।

এর আগে, গতকাল রোববার অধিদপ্তর, ২ হাজার ৭৪৩ জনের শনাক্ত ও ৪২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads