• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
সস্ত্রীক করোনা আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ফাইল ছবি

জাতীয়

সস্ত্রীক করোনা আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ জুন ২০২০

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

এ ছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার তাদের টেস্ট করা হলে শুক্রবার তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ আসে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী ও একান্ত সচিব  চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তবে জ্বর ছাড়া অন্য কোনো সমস্যা না থাকায় বাসাতেই আছেন মন্ত্রী।

হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে অন্য কোনো উপসর্গ না থাকা মন্ত্রী ও তার স্ত্রী এবং তিনি - এই তিনজনই বাসায় আইসোলেশনে রয়েছেন।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর করোনাভাইরাসে আক্রান্ত হন এবং বর্তমানে তিনি এখন ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads