• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মোহাম্মদ নাসিম

ফাইল ছবি

জাতীয়

মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মোহাম্মদ নাসিম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ জুন ২০২০

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ রোববার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয় মোহাম্মদ নাসিমের মরদেহ। রাষ্ট্রীয় মর্যাদায় সকাল ১০টা ৫৭ মিনিটে দাফন করা হয় তাকে।

স্বাস্থ্যবিধি থাকায় সীমিত সংখ্যক মানুষকে কবরস্থানে প্রবেশাধিকার দেওয়া হয়।

তবে সেখানে মরহুমের ছেলে তানভীর শাকিল জয়সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কিছু দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল মৃত্যুবরণ করেন মোহাম্মদ নাসিম। শনিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে স্ট্রোক করেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়। মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎকদের ভাষায় তিনি সংকটাপন্ন ছিলেন। তার জন্য গঠিত মেডিকেল বোর্ডে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছিলেন পরিস্থিতি। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি নাসিমের। অবশেষে শনিবার মৃত্যুবরণ করেন তিনি। 

মোহাম্মদ নাসিম সরকারের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। পালন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে দায়িত্বও। ২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads