• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
আরও ৫ জেলার 'রেড জোনে' সাধারণ ছুটি ঘোষণা

ফাইল ছবি

জাতীয়

আরও ৫ জেলার 'রেড জোনে' সাধারণ ছুটি ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ জুন ২০২০

কোভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চলমান রোগের ঝুঁকি বিবেচনায় সরকার আরও পাঁচ জেলার বিভিন্ন এলাকার রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এসব এলাকায় করোনাভাইরাসের অধিক সংক্রমণের কারণে সাধারণ ছুটি ঘোষণা করে সোমবার এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জেলাগুলো হলো- ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া। এসব জেলার রেড জোন এলাকায় সাধারণ ছুটি থাকবে।

এর আগে, করোনাভাইরাসের কারণে দেশজুড়ে রেড জোন ঘোষিত ১০টি জেলা- চট্টগ্রাম, বগুড়া, মোলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ ও মাদারীপুরে সাধারণ ছুটি ঘোষণা করে রবিবার এক প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রেড জোন ঘোষিত এলাকায় সাধারণ ছুটি কার্যকর থাকবে।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৪৮০ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং এ সময়ে মৃত্যুবরণ করেছেন আরও ৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সোমবার পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৫০২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ৩৫ এবং নারী তিনজন। হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে ১২ এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৭৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭৫৫ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads