• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কীট সংকটে বন্ধ ঈশ্বরদীতে করোনা শনাক্তকরণ

ফাইল ছবি

জাতীয়

কীট সংকটে বন্ধ ঈশ্বরদীতে করোনা শনাক্তকরণ

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুন ২০২০

কীটসহ প্রয়োজনীয় উপাদান না থাকার কারণে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সংগ্রহকৃত করোনার নমুনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে । ফলে, এখানে সংগ্রহকৃত প্রায় ৭০০ নমুনা পরীক্ষা হচ্ছে না। দিন দিন করোনা সনাক্তের সংখ্যা বাড়তে থাকলেও এই সময়ে করোনা পরীক্ষা বন্ধ হওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন ঈশ্বরদীর সচেতন জনসাধারণ। গুরুত্বপূর্ণ এই সময়ে দ্রুত কীটসহ প্রয়োজনীয় উপাদানসমূহ নিশ্চিত করনের কথা বলেন তারা।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান জানিয়েছেন, ঈশ্বরদীতে এ যাবৎ যত নমুনা সংগ্রহ করা হয়েছে তার বেশীর ভাগ পরীক্ষা করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে। পাশাপাশি তুলনামূলক কম সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে ঢাকা ল্যাবে। বর্তমানে এখানে প্রায় ৭'শ জনের নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে পরীক্ষা করার জন্য কিন্তু ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশান (ডঐঙ) এর প্রতিনিধির নির্দেশ মোতাবেক কীটসহ নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপাদান সমুহ না থাকার কারনে এখন আর পরীক্ষা করার জন্য নমুনা গ্রহণ করা যাচ্ছে না। ফলে, করোনা পরীক্ষা কার্যত বন্ধ হয়ে গেল।

তবে দ্রুত প্রয়োজনীয় উপাদান ব্যবস্থা গ্রহণ করে আবারও করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads