• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে ইলিশের দাম আকাশচুম্বী, জুলাইয়ে কমতে পারে দাম

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

চাঁদপুরে ইলিশের দাম আকাশচুম্বী, জুলাইয়ে কমতে পারে দাম

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুন ২০২০

সরবরাহ পর্যাপ্ত হলেও মাছের রাজা ইলিশের দাম চাঁদপুরে ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে। তবে বিক্রেতারা বলছেন, আগামী মাসেই ইলিশের ভরা মৌসুম। সে সময় কমে যাবে ইলিশে দাম।

সম্প্রতি চাঁদপুর মৎস বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল খালেক মাল, সাধারণ সম্পাদক হাজী মো. শবেবরাত সহ কয়েকজন আড়তদার মাছ ব্যবসায়ীর সাথে ইলিশ মাছের বাজার দর বিষয়ে আলাপ হয়।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির নেতারা বলছেন, দক্ষিণাঞ্চলসহ চাঁদপুরের পদ্মা-মেঘনায় আগামী জুলাই মাসে জেলেদের আহরণকৃত ইলিশ প্রচুর পরিমাণে আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই আমদানী পরবর্তী দুই মাস আগস্ট ও সেপ্টের মাস পর্যন্ত অব্যাহ থাকতে পারে।

তারা জানান, ইলিশ মাছের প্রচুর আমদানি হয় শ্রাবণ (শ্রাবণ মাসের শেষ), ভাদ্র ও আশ্বিন (আশ্বিন মাসের প্রথম) মাসে, ইংরেজি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে।

বর্তমানে ১৩শ’ থেকে ১৪শ’ গ্রাম বা তদুর্ধ ওজনের ইলিশ প্রতি মনের দাম ৬০-৭৫ হাজার টাকা। ১ কেজি থেকে ১২শ’ গ্রাম ওজনের ইলিশ প্রতি মনের দাম ৪৫ থেকে ৬০ হাজার টাকা। ৭শ’ গ্রাম থেকে ৯শ’ গ্রাম ওজনের ইলিশ প্রতি মনের দাম ৩৮ থেকে ৪৫ হাজার টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে। তমে ইলিশ মাছের বাজার সব সময়ই উঠা-নামা করে।

মাছ ব্যবসায়ীরা আরো জানান, বাজারে সাধারণত ৭শ’ গ্রাম ৯শ’ গ্রাম ওজনের ইলিশ মাছের চাহিদা ক্রেতাদের মাঝে বেশি থাকে।

এদিকে, বেশ কিছুদিন চাঁদপুর মাছঘাটে কম-বেশী ইলিশের আমদানি রয়েছে। তবে দাম কমছে না। মাছঘাটে আমদানিকৃত ইলিশ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করতে দেখাগেছে। যার কারণে মাছঘাটে ব্যবসায়ী ও শ্রমিকদের কিছুটা ব্যস্ততা দেখাগেছে।

ক্যাপশানঃ

ছবি/১ ও ২। চাঁদপুর ইলিশের বাজারে বড় সাইজের ইলিশ মাছের দাম আকাশচুম্বী। প্রতি ২ কেজি ওজনের ইলিশের বাজার দর ২ হাজার টাকা। ১ কেজি ৩’শ থেকে উপরেরগুলো ১৫’শ টাকা।
ছবি/৩ও ৪। চাঁদপুর ইলিশ মাছের প্রধান পাইকারী বাজারে বিক্রয়ের জন্য স্তুপ করে রাখা হয়েছে সাগর থেকে ধরে আনা ইলিশ মাছ। এ মাছগুলো নামার ইলিশ হিসেবে পরিচিত্
ছবি/৫। চাঁদপুরের প্রধান মৎস্য পাইকারী বাজার থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের জন্য প্রেরণের জন্য ইলিশ মাছের প্যাকেটজাত করা হচ্ছে।
ছবি/৬-চাঁদপুর ইলিশ বাজারে মেঘনা নদী থেকে ধরে আনা পাঙ্গাইশ মাছ প্রতি কেজি ১৪’শ টাকা করে বিক্রয় হচ্ছে। ছবিতে পাঙ্গাইশটির ওজন ৮ কেজি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads