• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
দেশে করোনা কেড়ে নিল আরো ৪১  প্রাণ, নতুন শনাক্ত ৩৭৭৫

ফাইল ছবি

জাতীয়

দেশে করোনা কেড়ে নিল আরো ৪১ প্রাণ, নতুন শনাক্ত ৩৭৭৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ জুলাই ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪১ জন। একই সময়ে ৩ হাজার ৭৭৫ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তার দেয়া তথ্য অনুযায়ী, ৬৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৮৯৮টি। পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৭ হাজার ৮৭৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি।

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন এক লাখ ৪৯ হাজার ২৫৮ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ জনে।

পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.১২ শতাংশ। আর মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.০৩ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ।

নতুন মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩৮ এবং নারী তিনজন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৮৪ জন। সুস্থতার মোট হার ৪১.৬১ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads