• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে আরো ৩৭ জন, নতুন শনাক্ত ২৯৪৯

ফাইল ছবি

জাতীয়

২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে আরো ৩৭ জন, নতুন শনাক্ত ২৯৪৯

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ জুলাই ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ প্রাণ ঝরে গেছে। একই সময় নতুন করে ২ হাজার ৯৪৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। 

দেশে এখন করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৭৫ জনে। আর মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৮৮টি নমুনা। নতুন পরীক্ষায় শনাক্তের হার ২১ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ১৮ হাজার ২৭২টি। এ ক্ষেত্রে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটি থেকে দেশে মোট সুস্থ হলেন ৮৬ হাজার ৪০৬ জন। এখন পর্যন্ত সুস্থতার হার ৪৮ দশমিক ৪২ শতাংশ।

নতুন যে ৩৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ এবং নারী ৮ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads