• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
চট্টগ্রামের ২ ফার্মেসিতে মেয়া‌দোত্তীর্ণ ওষুধ, ভোক্তা অ‌ধিকারের অভিযানে জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

চট্টগ্রামের ২ ফার্মেসিতে মেয়া‌দোত্তীর্ণ ওষুধ, ভোক্তা অ‌ধিকারের অভিযানে জরিমানা

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২১ জুলাই ২০২০

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম এর বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ৭ প্র‌তিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় মোট ৪৩ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। অ‌ভিযান প‌রিচালনাকা‌লে মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদবিহীন কাটা ওষুধ, অননু‌মো‌দিত রং, অননু‌মো‌দিত রং মি‌শ্রিত ‌চিপস, মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় এবং নকল চে‌রি ধ্বংস করা হয়। ‌

আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর চকবাজার ও কোতয়ালী থানা এলাকায় তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপ‌রিচালক মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ, সহকারী প‌রিচালক (‌মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

চকবাজার থানার শাহজালাল ডিপার্টমেন্টাল স্টোরকে মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় রাখার অপরাধে ৫ হাজার টাকা আলম স্টোর‌কে অননু‌মো‌দিত রং, রং দেয়া চিপস ও নকল চেরি রাখায় ১০ হাজার টাকা জরিমানা করে  পণ‌্য ধ্বংস করা হয়। ধ‌নিয়ার পো‌লের ফ‌রিদপুর স্টোর‌কে তার উৎপা‌দিত মশলার মোড়কে যথাযথ তথ‌্য প্রদান না করায় ২ হাজার টাকা জরিমানা ক‌রে সতর্ক করা হয়।

কোতয়ালী থানার দেওয়ান বাজারের জগন্নাথ স্টোরকে অননুমোদিত রং রাখার অপরাধে ৫ হাজার টাকা, একই এলাকার মে‌ডি এইড ফা‌র্মেসি‌কে মেয়া‌দোত্তীর্ণ ওষুধ রাখায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মা‌য়ের দোয়া ম‌রিচ মিল‌কে অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে মশলা প্রক্রিয়া করায় ৩ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়। নগরীর পাথরঘাটার বৈশাখী ফা‌র্মেসি‌কে মেয়া‌দোত্তীর্ণ ও মেয়াদ বিহীন ওষুধ রাখায় ১০,০০০ টাকা জ‌রিমানা করা হয় পাশাপা‌শি নগ‌রীর বি‌ভিন্ন স্থা‌নে টি‌সি‌বি কর্তৃক প‌রিচা‌লিত ট্রাক সেল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads