• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
ডলফিন-তিমির পর এবার কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির কচ্ছপ

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

ডলফিন-তিমির পর এবার কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির কচ্ছপ

  • মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী)
  • প্রকাশিত ২৩ জুলাই ২০২০

ডলফিন, তিমির পর পটুযাখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির কচ্ছপ। বৃহস্পতিবার সকালে সাগরের জোয়ারে কচ্ছপটি ভেসে এসে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের বালু ভর্তি জিওব্যাগের ছেড়া অংশে আটকা পড়ে। ডান পায়ে ক্ষত ছিলো কচ্ছপটির। ধূসর,বাদামী রংয়ের পাখনা ওয়ালা কচ্ছপটির ওজন প্রায় ২০ কেজি। কচ্ছপটি দেখতে স্থানীয় লোকজনসহ সৈকতে ভ্রমনে আসা পর্যটকরা ভীড় করে। ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে কচ্ছপটি সাগরে অবমুক্ত করা হয়।

কুয়াকাটার ফটোগ্রাফার কে এম বাচ্চু জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সাগরের জোয়ারের সময় কচ্ছপটি ভেসে আসে। কচ্ছপটির ডান পায়ে ক্ষত রয়েছে। তার ধারণা, এটি জেলেদের জালে আটকা পড়েছিল। এটি বিরল প্রজাতির ও অবিক্রিত হওয়ায় জেলেরা হয়তো ভারি কিছু দিয়ে আঘাত করে জাল থেকে মুক্ত করে সাগরে ফেলে দেয়।

এদিকে কচ্ছপটি আটকা পড়ার খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা সৈকতে গিয়ে কচ্ছপটি তীরে নিয়ে এসে সেবাসুশ্রুষা করে এবং উপজেলা প্রশাসন ও বন বিভাগকে খবর দেন। কচ্ছপটির ডান পায়ে ক্ষত থাকায় কলাপাড়া মৎস্য গবেষণা ইনষ্টিটিউটের উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়।

কলাপাড়া মৎস্য গবেষণা ইনষ্টিটিউটের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার মো. আমিরুল ইসলাম জানান, তিঁনি খবর পেয়ে কুয়াকাটা সৈকতে গিয়ে কচ্ছপটি পরীক্ষা করেন। তাঁর ধারণা এটি মা কচ্ছপ। উপকূলে কোথাও ডিম পেড়ে কচ্ছপটি জোয়ারের তোড়ে ভেসে এসে সৈকতে আটকা পড়ে। তবে তার পায়ের আঘাতটি দেখে মনে হয়েছে আঘাতটি অনেক পুরনো। কচ্ছপটি সুস্থ্য থাকায় সেটি সাগরে অবমুক্ত করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, কচ্ছপটি যেহেতু জীবিত ছিল, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেটিকে সাগরে অবমুক্ত করে দেয়া হয়েছে।

এর আগে, সৈকতে ভেসে আসা মৃত ডলফিন, শুশকগুলো সৈকতে বালু চাপা দেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads