• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
চট্টগ্রামে নমুনা পরীক্ষা ও সংক্রমণ কমেছে

প্রতীকী ছবি

জাতীয়

চট্টগ্রামে নমুনা পরীক্ষা ও সংক্রমণ কমেছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০২০

চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা ও সংক্রমণ কমেছে। গতকাল রোববার ২৪ ঘণ্টার রিপোর্টে নতুন ৩৬জন সংক্রমিত হওয়ার তথ্য মিলেছে। সংক্রমণের হার ৯ দশমিক ৭৮শতাংশ। একই সময়ে করোনাক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবরও পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজ জানান, সংক্রমণের হার ও সংখ্যা কয়েকদিন ধরে কম হচ্ছে। পাশাপাশি পরীক্ষার জন্য নমুনাও কম আসছে। দু’টোই এ অঞ্চলের জন্য ইতিবাচক তথ্য।

গত ২৪ ঘণ্টায় ৩৬৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে চট্টগ্রাম মহানগরীর আওতাধীন বিভিন্ন এলাকার ২৮ জনসহ মোট সংক্রমিত হয়েছেন ৩৬ জন।

রিপোর্টে জানা যায়, চট্টগ্রামের তিনটি ও কক্সবাজারের একটিসহ মোট চারটি ল্যাবে গতকাল ৩৬৮টি নমুনা পরীক্ষায় ৩৬ জন পজিটিভ শনাক্ত হন। এ নিয়ে মোট করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৫ হাজার ৮৪৫ জন। এ সময়ে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭৯ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গতকাল রোববারও সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে ফৌজদারহাটস্থ বিআইটিআইডিল্যাবে। এখানে ১৮৯ জনের নমুনায় ৮ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। এতে ৭ জন নগরীর। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষা করে নগরীর ১৮জনসহ ২০ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৪টি নমুনার মধ্যে উপজেলার ৫টিসহ ৮টি নমুনায় ভাইরাস শনাক্ত হয়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষায় কারো মধ্যে করোনার জীবাণু পাওয়া যায়নি। তবে এদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যালসায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি দু’টি ল্যাব শেভরনও ইম্পেরিয়ালে নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলা পর্যায়ে সংক্রমণের মধ্যে রাউজানে ৩জন, হাটহাজারীতে ২জন এবং বাঁশখালী, বোয়ালখালীও সীতাকু-ে ১ জন করে রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads