• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
ইসলাম শিক্ষার প্রসারে শফী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

জাতীয়

ইসলাম শিক্ষার প্রসারে শফী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০২০

হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাতে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘তিনি ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও ভূমিকা রেখেছেন।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আহমদ শফী সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানী গেণ্ডারিয়া এলাকার আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার ছেলে আনাস মাদানি নিশ্চিত করেছেন।

এর আগে আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীতে আনা হয়।

তার আগে ছাত্রদের দাবির মুখে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আল্লামা শাহ আহমদ শফী।

এদিকে, পদত্যাগের ঘোষণার পরপরই আল্লামা শফী অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads