• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
দুর্যোগ নেমেছে ব্যবসাতেও: ব্যবসায়ী কামরুল হাসান

সংগৃহীত ছবি

জাতীয়

দুর্যোগ নেমেছে ব্যবসাতেও: ব্যবসায়ী কামরুল হাসান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০২০

করোনা মহামারীতে সারাবিশ্ব দুর্যোগে আছে। এর বাইরে নয় ব্যবসাও। কথাগুলো বলছিলেন মাঝারী ব্যবসায়ী কামরুল হাসান সবুজ। তিনি দেশের বাইরে থেকে ফলসহ সবজি আমদানি করেন।

করোনার প্রাদুর্ভাবের শুরুতেই বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইট বন্ধ হয়ে যায়। এতে সবুজের ব্যবসার চরম ক্ষতি হয়।

তিনি বলেন, আমি একজন মাঝারি ব্যবসায়ী। রাজধানীর পল্টন এলাকায় অফিস ভাড়া নিয়ে দেশের বাইরে থেকে ফল ও সবজি আমদানি করি। কিন্তু করোনা সবকিছু উলপ-পালট করে দিয়েছে।

আক্ষেপ করে তিনি বলেন, বাজারে অনেক টাকা বাকি পড়ে আছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা নতুন করে পণ্য না দেওয়ায় অর্থ দিচ্ছে না। এমতাবস্থায় অনেক কষ্টে ব্যবসা টিকিয়ে রেখেছি।

করোনা এ সময়ে অফিসসহ লোকবলেরর খরচ ঝুগিয়ে তিনি কষ্টে আছেন জানিয়ে বলেন, ঢাকার আবাসন, অফিস, লোকবল- সব খরচ সামলে এখন পূঁজি ভাঙছি। তবু সব কেটে যাবে বলে মত ব্যবসায়ী কামরুল হাসান সবুজের। তিনি বলেন, একদিন সব স্বাভাবিক হবে। করোনা দুর্যোগ কেটে যাবে। সেদিনটির স্বপ্ন দেখি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads