• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯
ধর্ষণের বিরুদ্ধে দোহারে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

ধর্ষণের বিরুদ্ধে দোহারে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মানববন্ধন

  • দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর ২০২০

নারী ও শিশুদের প্রতি নৃশংসতা এবং নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপি গণধর্ষণসহ সকল ধর্ষকদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঢাকার দোহারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক শাখা।

গতকাল রোববার দুপুরে ধর্ষণের প্রতিবাদে উপজেলার জয়পাড়া রতন চত্বরে মানববন্ধনে অংশ নেয় শতাধিক মানবাধিকার কর্মীরা। ধর্ষণের ঘটনায় জরিতদের অবিলম্বে গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান বক্তারা।

সভা শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ঘুরে এসে রতন চত্বরে শেষ হয়।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ ইন্তাজি এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা জেলা শাখার মহাসচিব নাসির উদ্দিন পল্লব, সহ-সভাপতি মহিউদ্দিন মাদবর, ছামাদ মাদবর ,যুগ্ম-সম্পাদক শেখ সোহেল রানা, রাহিম কমিশনার।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলার সহ-সভাপতি আব্দুল মালেক দোহারী, মাঠ পরিদর্শক রাশেদ খন্দকার,নির্বাহী সদস্য জন গোমেজ, মাহাবুবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads